মোঃ জুয়েল রানাঃ “দক্ষ যুবক গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে কুমিল্লা তিতাস উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে যুবক-যুবতী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধী ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে বর্ণাঢ্য এক র্যালি বের করে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সিআইপি সেলিমা আহমাদ মেরী। উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল আমিন ভূইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারন সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ আহম্মেদ ফকির প্রমূখ। গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নাছির উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন।
আলোচনাসভা শেষে বেকার যুবক-যুবতীদের মাঝে প্রধান অতিথির মাধ্যমে যুব ঋণের চেক বিতরন করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com