ডেস্ক রিপোর্টঃ জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, নিয়োমিত খেলাধূলা করলে শরীর, স্বাস্থ্য ও মন ভালো থাকে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধূলা করতে হবে।
জাগ্রত মানবিকতার আয়োজনে সোমবার ৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের দৌলতপুরে শহীদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান স্মৃতি মোটরসাইকেল কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।
এ সময় জাতীয় শ্রমিক লীগ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আলহাজ্ব এম এ কাইয়ুম, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক প্রধান সমন্বয়ক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও বিবি ময়মুনা চৌধুরী মসজিদ কমিটি দৌলতপুর সভাপতি মোহাম্মদ শাহ্ আলম।
৩নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়ন পষিদের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিমুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com