মো. ওমর ফারুকঃ কুমিল্লার নাঙ্গলকোটে বাংলা মদের কারখানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বুধবার পৌর সদরের হরিপুর রেললাইনের পাশে মুছি বাড়ীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রেট ও নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
এসময় চার মাদক কারবারীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, হরিপুর গ্রামের মৃত বাদল বরি দাসের স্ত্রী রেখা রাণী, বড় ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: আলা উদ্দিন, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার উত্তর বাট খিল গ্রামের মৃত. হারাধন কুমার নাথের ছেলে রনজিত কুমার নাথ, সদর দক্ষিণ উপজেলার চানপুর গ্রামের পারভীন বেগম।
জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল ও নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ পিপিএম এক দল পুলিশ ওই বাড়ীতে অভিযান চালিয়ে বাংলা মদের কারখানার বিপুল পরিমাণ বাংলা মদ ধ্বংস করে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মামুন অর রশিদ পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লামইয়া সাইফুল বলেন, মাদকের কারখনার বিষয়ে বিভিন্ন মানুষ অভিযোগ করেন। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মদের কারখানাটি ভেঙে দেওয়া হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com