কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ওয়েবসাইটে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে প্রবেশ করতে পারছে না শিক্ষার্থীরা। ওয়েবসাইটে প্রবেশের সময়‘ব্যান্ডউইথ সীমা অতিক্রম করেছে’ এমন একটি বার্তা প্রদর্শন করে। এতে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফলাফলসহ যাবতীয় তথ্য পেতে সমস্যাসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।
জানা যায়, গত ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরে ফল প্রত্যাশীরা একসাথে অনেকে ওয়েবসাইটে প্রবেশের কারণে সাইট কিছুটা দুর্বল হয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের জন্য ক্রয়কৃত ডোমেইন ১ টেরা বাইট পর্যন্ত ব্যান্ডউইডথ নেওয়া হয়। পরবর্তীতে ফলাফল প্রকাশের পরে এর মাত্রা ৯০০ জিবি পার হয়ে যায়। এতে প্রাথমিক পর্যায়ে সাইট দুর্বল হয়ে যায় এবং বৃহস্পতিবার সকাল থেকে ওয়েবসাইটেই প্রবেশ সম্ভব হয় না। এতে সতর্কতা স্বরুপ একটি বার্তা প্রদর্শন করে। ‘ব্যান্ডউইথ সীমা অতিক্রম করেছে, এই সাইটের জন্য ব্যান্ডউইথের সীমা অতিক্রম করার কারণে সার্ভারটি অস্থায়ীভাবে আপনার অনুরোধের সেবা করতে অক্ষম। পরে আবার চেষ্টা করুন।’ বলে এক বার্তা দেয়। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং আইটি সেলের নজরে আসার পরে তারা গুরুত্বের সাথে সমস্যাটি সমাধানের চেষ্টা করে।
বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রোগ্রামার মোহাম্মদ নাছির উদ্দিন বলেন,‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে ওয়েবসাইটে দর্শনকারীর সংখ্যা বেড়ে যায়। এতে ব্যান্ডউইডথ ২৫০ জিবি থেকে ৯০০ জিবি পার হয়ে যায়। ফলে অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অকেজো হয়ে যায়। আমরা নতুনভাবে ‘বিডি রেন’ কোম্পানির সাথে যুক্ত হয়েছি। আগামীকালকের (শুক্রবার) মধ্যেই এ সমস্যা সমাধান হয়ে যাবে।’
এদিকে ওয়েবসাইট অকেজো হয়ে যাওয়ায় বেশি সমস্যায় পড়েছে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা। তারা ওয়েবসাইট থেকে কোন তথ্য না পেয়ে উৎকন্ঠায় রয়েছে তারা। অভিযোগ জানিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন,‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল, সাক্ষাৎকারের, ভর্তির সময়সূচি ও তালিকা পেতে ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে প্রবেশ করা সম্ভব হয়নি। এভাবে একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কিভাবে বিকল হয়ে যায়?’ এ সমস্যার কারণে কেও ভর্তি হতে না পারলে দায়ভার কে নিবে, শিক্ষার্থীরা এমন প্রশ্নও রাখে প্রশাসনের কাছে।
বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক জানান,‘একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সবসময় সচল থাকবে এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনেক তথ্যই নেই। এমনকি মাঝে মাঝে বিকল হয়ে যায়। অনেক শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার পরে ওয়েবসাইটের এমন সমস্যার কারণে নানা সমস্যা পোহাতে হয়। এ অনিয়মিত হালনাগাদের কারণে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন,‘বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের বর্তমান ব্যান্ডউইডথ কম থাকায় এ সমস্যা হচ্ছে। আমরা ‘বিডি রেন’র সাথে নতুনভাবে যুক্ত হয়েছি। এ সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com