মো.জাকির হোসেনঃ চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক সম্মেলন গতকাল চট্টগ্রাম রেঞ্জ অফিসে সমাপ্ত হয়েছে। এতে কুমিল্লা জেলা পুলিশ ২৮ ক্যাটাগরির মাঝে ১০ টিতে পুরস্কার লাভ করেন। কুমিল্লা ডিবি পুলিশের এসআই নন্দন চন্দ্র সরকার শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হয়েছেন।
কুমিল্লা পুলিশ অফিস সুত্রে জানা যায়, ২০ নভেম্বর বুধবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ সদর দফতরে গত অক্টোবর মাসে রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এসআই নন্দন চন্দ্র সরকার শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার লাভ করেন। এসময় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার),পিপিএম কুমিল্লা ডিবি পুলিশের এসআই নন্দন চন্দ্র সরকারকে ক্রেষ্ট প্রদান করেন। পুরস্কার প্রদানকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
ক্যাপশনঃ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার),পিপিএম এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন এসআই নন্দন চন্দ্র সরকার।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com