ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবুল ফজল মীর বলেছেন, কুমিল্লা প্রাচীন একটি জেলা, এ জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস। সংস্কৃতি, ক্রীড়া ও শিক্ষায় কুমিল্লা জেলা সারা দেশেই সমাদৃত। সেভাবে খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে। আগামিতে সকল পর্যায়ের খেলাধুলায় কুমিল্লাও দেশসেরা হবে। বৃহস্পতিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১৯-২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
লীগের ৪ গ্রুপে ১২টি দল অংশ নিচ্ছে। প্রথম দিনে আজাদ স্পোটিং ও ঈগলেটস ক্লাবের সাথে ৮৫ রানের জয় পায়। প্রথমে ব্যাট করতে নেমে ঈগলেটস ক্লাব ৪৫ ওভার খেলে ৮ উইকেটে ২৩৬ রান করে। জবাবে আজাদ স্পোটিং ক্লাব ৩৬ ওভার খেলে ১৫১ রান করে অল আওট হয়।
২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফত। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম চপল, বাদল খন্দকার, খায়রুল আলম সোহাগ, সদস্য দেলোয়ার হোসেন জাকির। খেলা পরিচালনা করেন সোহেল ও আজাদ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com