কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ফানুস উৎসব করেছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ ফানুস উৎসবের আয়োজন করা হয়।
এদিকে কুমিল্লা শহরের টাউন হলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ফানুস উড়িয়েছে। সমাবর্তনকে উৎসবমুখর করতে এ উৎসবের আয়োজন করে তারা।
ফানুস উৎসবে উপস্থিত ছিলেন সমাবর্তন প্রচার উপ-কমিটির আহ্বায়ক মোহাঃ হাবিবুর রহমান, শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠার ১৩ বছর পর আগামী বছরের ২৭ জানুয়ারী প্রথম সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সমাবর্তনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে চলছে পুরোদমে প্রস্তুতি। সমাবর্তনের প্রচারণার অংশ হিসেবে এ ফানুস উৎসব করে শিক্ষার্থীরা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com