আশিকুর রহমানঃ সারা দেশের ন্যায় গতকাল সোমবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রধান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহেদুল আলম চৌধুরী, উপজেলা ইউ আর সি ইন্সিট্রাক্টর হাজেরা বেগম, উপজেলা তথ্য কর্মকর্তা মনিরা বেগম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এড. আবদুল আলীম খান।
অনুষ্ঠানে অতিথিরা উপজেলার বিভিন্ন গ্রামের পাঁচ জয়িতা নারীর হাতে ক্রেস্ট ও বিভিন্ন সম্মাননা তুলেদেন। এ বছর নির্বাচিত পাঁচ জয়িতা নারী হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার দুলালপুর গ্রামের মোসা. বাশনা আক্তার খানম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ধান্যদৌল গ্রামের শিপন আক্তার, সফল জননী নারী শশীদল গ্রামের মোসা. ফিরোজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ষাইটশালা গ্রামের তাহমিনা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মাধবপুর গ্রামের জোহরা বেগম। এর মধ্যে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ষাইটশালা গ্রামের তাহমিনা বেগম জেলা পর্যায়ে জয়িতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা গ্রহন করেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ মডেল স্কুলের সহকারী শিক্ষক মো. বাবুল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের শামীম আহম্মেদ, দর্জি বিজ্ঞান প্রশিক্ষক সামছুন্নাহার বেগম বিউটি ফিকেশন প্রশিক্ষক তানিয়া আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com