ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলতে আসছেন আরও তিন বিদেশি ক্রিকেটার। তারা হলেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা, দক্ষিণ আফ্রিকার স্টিয়ান ভ্যান জিল ও ডেভিড উইসি। চট্টগ্রাম পর্ব শেষে দলের সাথে যোগ দিতে পারেন তারা। আগামীকাল ২৪ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব।
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য প্রাথমিক ক্যাম্পে ডাক পড়েছে দাসুন শানাকা ও ভানুকা রাজাপাক্ষের। বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ করেই শ্রীলঙ্কায় উড়ে যাবেন তারা। তাই তাদের পরিবর্তে থারাঙ্গা-ভ্যান জিল-উইসিকে দলে নিয়েছে কুমিল্লা।
গত আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন থারাঙ্গা। ফাইনালে ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসও খেলেন তিনি। এবারের আসরে ড্রাফটে ছিলেন না থারাঙ্গা। তবে দেশের সতীর্থদের কল্যাণে আবারো বিপিএলে খেলার সুযোগ আসলো তার। ১১১ টি-টোয়েন্টিতে ৩০৩৭ রান করেছেন থারাঙ্গা। দুটি সেঞ্চুরির পাশাপাশি ১৮টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। অন্যদিকে ভ্যান জিল ৬৮টি ও উইসি ২১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
সূত্রঃ কালের কণ্ঠ
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com