লাকসাম প্রতিনিধিঃ লাকসামে রেলকর্মচারীর বিরুদ্ধে লাইনের পাশে থাকা রেলের অর্ধ লাখ টাকা মূল্যের দুইটি গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে। ওই কর্মচারীর নাম আনিসুর রহমান। সে লাকসাম রেলওয়ে পথ বিভাগের ওয়েম্যান হিসেবে কাজ করেন। লাকসাম -চাঁদপুর রেললাইনের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিক্রিত গাছ গুলো অফিসে ফেরত আনার কথা থাকলেও সে গুলো আনা হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ওই কর্মচারী লোকজন নিয়ে কান্দিরপাড় এলাকায় রেললাইনের পাশে থাকা দুটি গাছ কেটে ফেলে। এতে স্থানীয়রা বাধা দিয়ে পুলিশকে খবর দেয়। এদিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন একটি গাছের গুড়ি পড়ে আছে আরেকটি ক্রেতারা নিয়ে গেছেন। এ সময় লাকসাম রেলওয়ে পুলিশ আনিসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ সময় পুলিশি জিজ্ঞাসাবাদে গাছ বিক্রির কথা স্বীকার করে তা আজ ফেরত আনার কথা দেয়।
এদিকে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে লাকসাম রেলের ভারপ্রাপ্ত আইডব্লিও আতিকুর রহমান জানান, কোন ভাবে সে গাছ গুলো বিক্রি করতে পারেনা, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে জানিয়েছি।
অপরদিকে আনিসকে ছাড়িয়ে নিতে আসা রেললাইনের তদারকির দায়িত্বে থাকা পিডব্লিওআই জিল্লুর রহমান জানান, ট্রেন চলাচল বিঘœ ঘটায় ওই গাছটি আমি কাটতে বলেছিলাম, বিক্রি করতে বলিনি। ওয়েম্যান আনিসকে গাছ গুলো ফেরত নিয়ে আসবে।
স্থানীয় বাসিন্দা আবদুল কাদের জানান, লাকসাম-চাঁদপুর রেললাইনের চিতোষী পযন্ত ভারপ্রাপ্ত মেইড ওয়েম্যান আনিসের বিরুদ্ধে শুধু গাছ বিক্রি নয় রেলের অন্যান্য মালামাল চুরি করে বিক্রির বিস্তর অভিযোগ রয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com