এ আর আহমেদ হোসাইনঃ লড়াই সংগ্রাম ছাড়া গরিব মানুষের কোন দাবী আদায় করা সম্ভব নয়, তাই ভূমিহীন দরিদ্র মানুষদের আজ ঐক্যবদ্ধ হয়ে ভাত ও ভোটের লড়াই করতে হবে। শনিবার দুপুরে দেবীদ্বার এ,বি,এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কুমিল্লা জেলা সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি এডভোকেট সোহেল আহাম্মেদ ওই বক্তব্য তুলে ধরেন।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কুমিল্লা জেলা সভাপতি পরেশ করের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সাধারন সম্পাদক সুজন চক্রবর্ত্তী’র সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট সোহেল আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি বীর গেরিণা মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া, বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কুমিল্লা জেলা সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বাঙ্গালী, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম নাদীম, নিজেরা করি সংস্থা কুমিল্লা জেলা সভাপতি আব্দুল জব্বার, নারী নেত্রী সুফিয়া বেগম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক কমরেড বিকাশ দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলা সাধারন সম্পাদক সূধাংসু কুমার নন্দী, ক্ষেতমজুর সমিতি কুমিল্লা জেলা সাধারন সম্পাদক আব্দুস সালাম, বাংলাদেশ যুব ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি জুনায়েদ রায়হান মিয়াজী, ক্ষেতমজুর আব্দুর রব, সিপিবি দেবীদ্বার উপজেলা সভাপতি কমরেড আঃ ওয়াদুদ, সাধারন সম্পাদক কমরেড সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমূখ।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ডাঃ মীর খলিলুর রহমান বাঙ্গালী সভাপতি, আব্দুস সালাম সাধারন সম্পাদক ও মুখলেসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৪১সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com