ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ রতন কুমার সাহার ফেসবুকের একটি লেখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আসন্ন সরস্বতী পূজা নিয়ে এক ফেসবুক পোষ্টে তিনি শিক্ষা প্রতিষ্ঠান বানান শিক্ষা প্রতিস্থান লিখেছেন।
এ নিয়ে একাধিক ফেসবুক ব্যবহারকারী সমালোচনা করেছেন। তাদের একজন লিখেছেন, আমার বুঝে আসেনা এই ধরনের মানুষ কিভাবে ভিক্টোরিয়া কলেজ এর মতো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে ছিলেন । রতন কুমার সাহা তার ফেসবুক পোস্টে প্রতিষ্ঠান বানানে ভুল লিখেছেন। তিনি উচ্চারণ করতেও এভাবেই করতেন । তিনি কখনো "ভিক্টোরিয়া" এই শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না ।
কলেজের একজন শিক্ষক বলেন, ছাত্রজীবনে তিনি বাম রাজনীতি করেছেন। এ কথাটি বহু সভা সেমিনারে বলেছেন। অধ্যক্ষ হওয়ার পর তিনি আওয়ামীলীগের প্রশংসা করতেন শুধু চেয়ার ধরে রাখার জন্য। বামদের মুখে অতি ধর্মের কথাতেও বিষ থাকে।
এ বিষয়ে কথা বলতে, বুধবার সন্ধ্যা থেকে একাধিক বার চেষ্টা করেও। তার সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি।
উল্লেখ্য যে, অর্থ কেলেঙ্কারিসহ বহু অনিয়মের অভিযোগে রতন কুমার সাহা ভিক্টোরিয়া কলেজ থেকে বিদায় নিয়েছেন। তার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।
ভিক্টোরিয়া কলেজ থেকে বিদায় নেওয়ার পর চাকরি শেষ হওয়া পর্যন্ত তিনি ওএসডি অবস্থায় ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com