মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদান কোনোদিন ভোলা যাবে না। আমরা যারা আজ পদ-পদবী নিয়ে মন্ত্রীত্বে আছি তা বীর মুক্তিযোদ্ধাদের অবদান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কুমিল্লার মেঘনা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল আলম ও আব্দুস ছালাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com