কুমিল্লার চৌদ্দগ্রামে রোহিঙ্গা পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় নারীসহ তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- ওই উপজেলার কাপড় চতলী গ্রামের আবদুর রহিম ওরফে রুবেল, মো. নুরুল হক, ডিমাতলীর কাজী ফয়সাল আহমেদ ওরফে রনি।
র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের ধরকড়া বাজার এবং চিওড়া এলাকা থেকে রোহিঙ্গা পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ভুয়া পাসপোর্ট, জন্মসনদ, কম্পিউটার, স্ক্যানার, মোবাইল, টাকাসহ তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
মেজর সাকিব আরো জানান, চক্রটি ভুয়া সনদ ও পাসপোর্ট বানিয়ে রোহিঙ্গাদের মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করছিল। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com