কাউন্সিলর কাপ টি টুয়েন্টি কিক্রেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় সাউথ টাইগার্সকে হারিয়ে বড় জয় পেলো ইস্ট জোন সুপার কিং। এর খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় ইস্ট জোন সুপার কিং এর অলরাউন্ডার আনিসুল ইসলাম ইমন।
আজ বেলা সাড়ে বারোটায় অনুষ্ঠিত এ খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ইস্ট জোন সুপার কিং নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেটের বিনিময়ে ১১৭ রান করে। পরে সাউথ টাইগার্স ১১৭ রানের টাগের্টে নেমে ১৬ ওভারে সবক’টি ইউকেট হারিয়ে ৫৬ রান করে। ইস্ট জোন সুপার কিং ৬১ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে । ইস্ট জোন সুপার কিংয়ের অলরাউন্ডার ইমন ব্যাট হাতে ৪২ রান এবং বোলিংয়ে ২ ইউকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়।
খেলা শেষে কুমিল্লা ক্রিকেট পরিষদের সদস্য সচিব নাসিম ইউসুফ রেইনের স ালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মাহবুব আলী জাকি ও কুমিল্লা ক্রিকেট পরিষদের সভাপতি সাইফুল আলম রনি অলরাউন্ডার ইমনের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টায় মোগল কিংস বনাম শালবন ওয়ারিয়র্স ও বেলা সাড়ে ১২ টায় এন্ডারসন টুয়েন্টি ওয়ান বনাম রয়েল অব গোমতীর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com