মাহফুজুর রহমানঃ কুমিল্লার মুরাদনগরে ৩৫ পিস ই'য়াবাসহ তিন মা'দক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৈয়াপাথর বেড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ই'য়াবা ব্যবসায়ীরা হলো, উপজেলার বাখরনগর গ্রামের আনু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭), একই গ্রামের মৃ'ত ওমর আলীর ছেলে আনিছ মিয়া (২৫) ও মৃ'ত সুলতান আহম্মদের ছেলে মামুন মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই মোহাম্মদ বাদল মিয়া ও এএসআই হানিফের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পৈয়াপাথর বেড়িবাধ এলাকায় অভিযান চালিয়ে মা'দক ব্যবসায়ী সাদ্দামকে ২০ পিস ই'য়াবাসহ আটক করে। পরে রাত ৯টার দিকে একই স্থান থেকে এসআই মোর্শেদ ও এএসআই নূর আজ্জমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মা'দক ব্যবসায়ী আনিছ ও মামুনকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে আনিছের পকেট থেকে ১০ পিস ও মামুনের পকেট থেকে ৫ পিস ই'য়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহাম্মেদ বলেন, আটককৃত মা'দক ব্যবসায়ীদের বিরুদ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বুধবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com