কুমিল্লার বাঙ্গরাবাজার থানার পূর্বধইর পশ্চিম ইউপির খৈয়াখালী গ্রাম থেকে বুধবার রাতে জাহিদুল ইসলাম নামে এক ভুয়া এডিসিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় বাঙ্গরাবাজার থানায় এক মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
আটক জাহিদুল ইসলাম কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি মুরাদনগরের নিমাইকান্দি গ্রামে বসবাস করে।
বুধবার রাতে বাঙ্গরাবাজার থানার খৈয়াখালী গ্রামের মুক্তিযোদ্ধা ফার্মেসির মো. রফিকুল ইসলামের কাছে এডিসি রেভিনিও পরিচয়ে ড্রাগ লাইসেন্স ও বিভিন্ন ওষুধের মেয়াদ পরীক্ষার নামে ২০ হাজার টাকা জরিমানা করে এবং টাকার জন্য ভয়ভীতি প্রদর্শন করে।
বিষয়টি সন্দেহ হওয়ায় রফিকুল ডিসি কার্যালয়ে বিষয়টি জানালে জেলা প্রশাসনের নির্দেশে বাঙ্গরাবাজার থানার এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
বাঙ্গরাবাজার থানার ওসি মো.কামরুজ্জামান জানান, নিজেকে এডিসি রেভিনিও পরিচয় দেয়া জাহিদুল ইসলাম চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com