কুমিল্লায় বানিজ্য মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারী সন্ধায় কুমিল্লা স্টেডিয়ামের আউটার চত্তরে মাস ব্যাপি এ মেলার উদ্বোধন করেন তিনি। এই মেলা চলবে মাসব্যাপী।
সন্ধায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। মেলা গেইটে ফিতা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করার পর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। মেলার সার্বিক সফলতা কামনা করে বলেন, আগামিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নিয়ে সম্মিলিত ভাবে মেলার আয়োজন করা হবে। তিনি মেলার সফলতা কামনা করেন।
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন মেলার সফলতায় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন মেলার নিরাপত্তা নিশ্চিত করবে জেলা পুলিশ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com