কুমিল্লার দেবিদ্বারে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রযোগিতার পুরস্কার বিতরণসহ নানান কর্মসূচি পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি, উপজেলা চেয়ারম্যান জয়নুল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, দেবিদ্বার সার্কেল মো. আমির হোসেন, ওসি মো. জহিরুল আনোয়ার, দেবিদ্বার উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, দেবিদ্বার প্রেসক্লাব ও সামাজিক-সংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহর সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহিদা আকতার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক প্রভাষক ভিপি বাবুল হোসের রাজু, প্রভাষক মো. সাইফুল ইসলাম শামিম, ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com