কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচটি অনুষদে নতুন পাঁচ শিক্ষককে ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। সোমবার থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানান তিনি।
দায়িত্ব পাওয়া নতুন অনুষদ প্রধানরা হলেন- ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এমএম শরীফুল করীম (কলা ও মানবিক অনুষদ); অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম আকন্দ (সামাজিক বিজ্ঞান অনুষদ); একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব (ব্যবসায় শিক্ষা অনুষদ); পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী (বিজ্ঞান অনুষদ) এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তোফায়েল আহমেদ (প্রকৌশল অনুষদ)।
তারা নির্দিষ্ট অনুষদে আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন। এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি দুইটি অনুষদ এবং তারও আগে বাকি অনুষদ প্রধানদের দায়িত্বের মেয়াদ শেষ হয়।
সূত্রঃ ঢাকাটাইমস
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com