ভারতের মুসলিমদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
উগ্র হিন্দু কর্তৃক ভারতের মুসলমান,মসজিদ-মাদরাসায় সন্ত্রাস ও জঙ্গী কর্মকান্ডের প্রতিবাদে শুক্রবার বাদ আসর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ^রোডে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানব বন্ধনে বক্তব্য রাখেন মুফতি শামসুল ইসলাম জিলানী,মুফতি ওমর ফারুক,মুফতি সালমান,মাওলানা আব্দুল্লাহ আল মামুন,মাওলানা মাহমুদুল হাসান জিহাদী,মুফতি যোবায়ের মাহমুদ,মুফতি ইসমাইল রাহমানী। বক্তারা বলেন, ভারতে মোদী সরকার কর্তৃক মুসলমানদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে মুসলমানদের উপর জুলুম-নির্যাতন বন্ধ করা না হলে বাংলার লাখো মুসলমান জীবন বাজি রেখে ভারত অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে। বক্তারা আরো বলেন,মুজিব জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে ভারত সরকার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে আবেদন কোন ভাবেই যাতে মুসলমানদের রক্ত চোষা মোদী বাংলার পবিত্র জমিনে না আনা হয়। এর পরেও যদি মোদী বাংলা আসে তাহলে বাংলার লক্ষ তৌহিদী জনতা রাজপথে থেকে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ।