জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লার চান্দিনায় মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চল্লিশোর্ধ্ব শতজন প্রতিযোগী অংশ নেন।
তাদের মধ্যে মধুসাইর গ্রামের দুলাল মিয়া প্রথম, এতবাপুর গ্রামের অহিদুল ইসলাম দ্বিতীয় ও বানিয়াচং গ্রামের গাজী মজনু মিয়া তৃতীয় হন।
শনিবার উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
চান্দিনা-রামমোহন সড়কের বানিয়াচং মাদ্রাসা মাঠ থেকে আড়াই কিলোমিটারের মিনি ম্যারাথন দৌড় শুরু করেন চল্লিশোর্ধ্ব শতজন প্রতিযোগী। পথিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কের উভয় পাশে প্রতিযোগীদের মাঝে পানি, চুইংগাম, চকলেট ও লেবু সরবরাহ করে। পরে ওই সড়কের পৌরসভার উদালিয়া ব্রিজ পর্যন্ত সীমানায় তিন বিজয়ীকে নির্বাচিত করা হয়।
এতবারপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলাম, ওসি মো. আবুল ফয়সল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, এতবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ আবু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ।
সূত্রঃ বিডি প্রতিদিন
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com