দিদারুল ইসলাম (তুহিন): টানা বৃষ্টিতে হাঁটু সমান পানি কুমিল্লার বেশিরভাগ রাস্তাঘাটে। শহরের চকবাজার থেকে ছাতিপট্টি পর্যন্ত এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পরেছে এই পথে চলাচলকারী মানুষ ও যানবাহন। চকবাজার বাসস্ট্যান্ডে আসা যাত্রীরা পরেছে সবচেয়ে দূর্ভোগে। পানি ডিঙ্গিয়ে গাড়িতে উঠতে হচ্ছে নারী ও শিশু যাত্রীদের। যাত্রী কম হওয়ায় কোচ গুলো সঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না। অটোরিক্সা চালকরা পরেছে আরও বিপাকে। হাটু সমান পানিতে গাড়ি চলছে ধীর গতিতে এতে সময় বেশি লাগছে। স্কুলগামী শিক্ষার্থীরা পানি পেড়িয়ে যেতে ভোগান্তিতে পরেছে।শাসনগাছা থেকে আসা এক সি এন জি অটোরিক্সা চালক জানায় ইঞ্জিনে পানি ঢুকে রাস্তার মাঝখানেই পানি সি এন জি বন্ধ হয়ে গেছে। যাত্রীদের একটি বেটারি চালিত অটো রিক্সায় তুলে দিয়ে সি এন জি রাস্তার পাশে সাইড করে দাড়িয়ে আছি। এই এলাকায় থাকা বিভিন্ন ব্যবসায়ী জানায় সকাল থেকে বসে আছি তেমন বেচা কেনা হয়নি। একই অবস্থা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকার। পানিতে তলিয়ে গেছে কলেজটির মূল গেইটের সামনের অংশ। হাটু সমান পানি পেরিয়ে ছাত্র-ছাত্রীরা কলেজে আসতে হয়েছে। স্টেডিয়াম এলাকায় প্রায় কোমর সমান পানি। গাছ উপরে পরে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এই পথে চলাচলকারী গাড়ি গুলো বিকল্প পথে চলাচল করছে। একই অবস্থা শিক্ষা বোর্ড এলাকায় গাছ উপরে পরে কান্দিরপাড় টমসমব্রীজ রাস্তা বন্ধ। শত শত যাত্রী পায়ে হেঁটে সালাউদ্দিন এসে গাড়িতে উঠছে। শাসনগাছা বাসস্ট্যান্ডে এলাকায়ও জলাবদ্ধতার কারনে দূর্ভোগে পরেছে এই পথে চলাচলকারী মানুষ ও যানবাহন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com