অতিরিক্ত জেলা ও দায়রা জজ হলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৮৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজ। পদোন্নতি দিয়ে তাদের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে। গত সোমবার (১৬ মার্চ) বিকেলে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করীম এ তথ্য জানান।
৮৩ জনের মধ্যে বরুড়ার আয়েশা আক্তার সুমি একজন। ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ হয়েছেন।তিনি বরুড়া উপজেলা পয়ালগাছা ইউনিয়নের মান্দারতলী গ্রামের মৃত আঃ গফুর পাটোয়ারি ছোট মেয়ে।
কুমিল্লা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগেরর সহকারী অধ্যপক ডাঃ মোঃ কামাল হোসাইন পাটোয়ারী, ইউএসএ বসবাসরত ইন্জিনিয়ার সাইফুল ইসলাম পাটোয়ারি ও ঢাকা মেডিকেল কলেজের ডাঃ ফাতেমা আক্তারের ছোট বোন আয়েশা আক্তার সুমি।
মিসেস আয়েশা, বাংলাদেশ ব্যাংক হাই স্কুল (ঢাকা) থেকে এসএসসি, আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ (ঢাকা) থেকে এইচএসসি শেষ করেন। তারপর ঢাকা বিশ্বিবিদ্যালয় আইন বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন।
মিসেস আয়েশা মুন্সিগন্জ জেলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com