কুমিল্লা চান্দিনায় সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় দুই শিক্ষককে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনার ইউএনও স্নেহাশীষ দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত দুজন চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধাঁনসিড়ি এলাকায় গড়ে ওঠা বেনামি এক কোচিং সেন্টারের শিক্ষক।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও স্নেহাশীষ দাশ বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এই দণ্ড প্রদান করেন।
তিনি আরো বলেন, ভাইরাস নিয়ন্ত্রণে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করলেও তা আমলে নেয়নি কতিপয় শিক্ষক। পরবর্তীতে তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সংকেত দেন তিনি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com