প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে ধীরগতি হয়ে পড়েছে মানুষের কর্মসংস্থান। মাসের শুরুতে অনেকেই বাড়িভাড়া গুনতে হবে এ চিন্তায় রয়েছেন গৃহকর্তারা। ঠিক সে মুহূর্তেই নিজের বাড়ির ভাড়াটিয়াদের ভাড়া নেবেন না বলে জানিয়েছেন কুমিল্লার ব্যারিস্টার সোহরাব হোসেন চৌধুরী। রোববার নিজ ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি জানান, করোনাভাইরাসে এ পর্যন্ত দুইজন মারা গেছেন। অনেকেই আক্রান্ত। সময়টা বেশ খারাপ। সারা বিশ্বের একই অবস্থা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকের আর্থিক সংকট দেখা দিয়েছে। তবে যত সংকটই আসুক, তা মোকাবিলায় মানুষের জন্য মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।
তিনি আরো জানান, করোনাভাইরাসের কারণে দেশের অর্থনীতিতেও প্রভাব পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার খবরও আসছে। এসব বিবেচনা করে চলতি মাসে তার সব ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করে দেয়া হয়। একইসঙ্গে মানবতার সেবায় সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
এ বিষয়ে ব্যারিস্টার সোহরাব বলেন, সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র কাজটি করলাম। দেশের অন্যান্য বাড়ির মালিকও একইভাবে এগিয়ে এলে অসংখ্য মানুষ সহায়তা পাবে।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com