প্রানঘাতী করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয়ার পরপরই কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে তরল জীবানুনাশকের সংকট দেখা দেয়। তবে দিন বাড়ার সাথে সাথে এসব পণ্য বাজার থেকে এক প্রকার উধাও হয়ে যায়। দাউদকান্দি উপজেলা সদরসহ বিভিন্ন বাজারের ঔষধের দোকানগুলোতে হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন ও হ্যান্ড ওয়াশ কিনতে গিয়ে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন ক্রেতারা।
সাধারণ মানুষ সংকটময় এই পরিস্থতিতে নিজেকে জীবানুমুক্ত রাখতে এসব পণ্য বাজারে অধিক পরিমাণে সরবরাহ করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।এছাড়া এসব পণ্যের দাম যেন বেশী রাখতে না পারে সেদিকে প্রসাশনের নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।
পণ্য সংকট নিয়ে ঔষধের দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, করোনা ভাইরাসের কারণে এসব পণ্যগুলো কোম্পানি থেকে নিয়মিত সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে পাইকারি মার্কেট থেকে কিনতে গেলে চড়া দামে মালামাল আনতে হয়। পরে বিক্রির সময় আবার ক্রেতাদের সাথে এসব নিয়ে বিবাদে জড়াতে হয়।তাই অনেকটা বাধ্য হয়েই এসব পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছেন তারা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com