করোনা দুর্যোগ মুহুর্তে প্রতিরোধ মোকাবেলায় কুমিল্লা- ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর অর্থায়নে বুধবার সকাল ১১টায় গুনাইঘর তার নিজ বাড়িতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভার কর্মহীন শ্রমজীবি হত দরিদ্র প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ওই খাদ্য সামগ্রীর মাঝে জন প্রতি ৫ কেজী চাউল, ২ কেজী আলু, ১ কেজী তৈল, আধা কেজী পেয়াজ, আধা কেজি লবন, আধা কেজি মসুর ডাল ও ১ টি সাবান বিতরণ করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা বিএনপির সভানেত্রী- সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সভাপতি, মনিরুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজু চেয়ারম্যান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ আহবায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা যুবদলের সাংগঠিক সম্পাদক মোঃ সামিউল আলম শামীম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ্ মানিক, পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক রবিউল আউয়াল সাইফুল, ভানী ইউপি বিএনপি সভাপতি মোঃ আজহারুল ইসলাম, ইউছুফপুর ইউপি বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি নেতা সোধন ডিলার প্রমূখ।
ওই খাদ্য সামগ্রী বিতরন কালে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, যারা আমাদের সাথে জীবনের ঝুঁকি নিয়েই খাদ্য সামগ্রী বিতরন কাজে অংশ গ্রহন করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন - করোনা মহামারীর দুর্যোগ মুহুর্তে সবাই দলমত নির্বিশেষে একে অপরের পরিপূরক হলেই আমরা সার্থক হবো।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com