কুমিল্লার লাকসামের আজগরা ইউনিয়নের ঘাটার নোয়াগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে জসিম উদ্দিন (৫৫) কে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
জানা যায়, পারিবারিক বিরোধে ওইদিন দুপুরে জসিম উদ্দিনের ছেলের শ্বশুর বাড়ীর লোকজন দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় গুরুতর আহত হয় ছেলের বাবা জসিম উদ্দিন, ছেলের মা ফাতেমা বেগম ও জসিমের ছেলে ইমাম হোসেন। এদের মধ্যে গুরুতর আহত জসিম উদ্দিন কে লাকসাম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এদিকে জসিম উদ্দিনের ছেলে ইমাম জানান, স্ত্রী রেহেনা বেগমের সাথে তাঁর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ থাকায় সে তার বাবার বাড়ী পাশ্ববর্তী লাঙ্গলকোট উপজেলার মক্রমপুর ইউপির বালিয়াপুরে চলে যায়। কিন্ত হঠাৎ করে ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে তাঁর শ্যালক মনির, চাচা শ্বশুর মামুন ও পাশ্ববর্তী উত্তরদ ইউপির ভাটিয়াভিটা গ্রামের আবদুর রহিমের ছেলে বিপ্লব, জাহাঙ্গীর আলমের ছেলে সুমন, ছেরাজুল হকের ছেলে মনির সহ ১০/১২ জন তাদের হামলা চালায়। এ সময় তাঁর বাবা জসিম উদ্দিন, মা ফাতেমা সহ সে আহত হয়। এক পর্যায়ে তাদের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন তাদের উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে খবর পেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com