ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৭৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এতে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে তিনজন বাংলাদেশির মৃত্যু হলো।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে মিলানের সান পাওলো হাসপাতালে তার মৃত্যু হয়। মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব মাওলানা জোনাইদ সোবহান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
মজিবুর রহমান অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে মিলানে তিনি বাস করছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
মজিবুর রহমানের মৃত্যুতে করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এখন পর্যন্ত তিন বাংলাদেশির মৃত্যু হলো।
ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৫ জন। আর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ২৪২ জন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com