দেলোয়ার হোসেনঃ কুমিল্লা ক্লাব সদস্য এডভোকেট গোলাম মোস্তফা স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা ক্লাব। রবিবার সন্ধায় কুমিল্লা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা ক্লাবের সহ সভাপতি আরফানুল হক রিফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা ক্লাব সদস্য প্রবিন আইনজীবী সৈয়দ আব্দুল্লাহ পিন্টু, সহ সভাপতি কাজী আবুল বাশার, সহ সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদস্য প্রবাল শেখর মজুমদার মিঠু, সদস্য সহিদুল হক স্বপন, স্মরণ সভায় নিহত গোলাম মোস্তফার সহধর্মীনি, মেয়ে তানজিলা পরিবারের সদস্য ও কুমিল্লা ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নিহতের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। স্মরণসভা উপস্থাপনা করেণ কুমিল্লা সিটি কর্পোরেনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com