করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলায় মানুষের আসা–যাওয়ার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার চারটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে তল্লাশি করেত পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এটি কার্যকর হয়েছে।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে ইয়াসির আরাফাত প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
লালমাই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নির্বাচনী এলাকা। তাঁর গ্রামের বাড়ি লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামে। তাঁর গ্রামের আশপাশের গ্রামে বয়োজ্যেষ্ঠ মানুষের সংখ্যা বেশি বলে জানিয়েছেন এলাকাবাসী।
ইউএনও বলেন, লালমাই উপজেলায় মানুষের আসা–যাওয়া ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য উপজেলার চারটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। উপজেলার লালমাই দক্ষিণ বাজারে, যুক্তিখোলা বাজার, ভুশ্চি বাজার ও পেরুল এলাকায় ওই চেকপোস্ট বসানো হয়। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা যেন এই উপজেলায় ঢুকতে না পারেন, সেদিকে লক্ষ রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই উপজেলার চারজন বাসিন্দা বাইরের জেলা থেকে আসায় তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com