উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন । আক্রান্ত লোকটি ঢাকায় একটি চালের আড়তে চাকরী করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: রাশেদা আক্তার। বৃহস্পতিবার তার রিপোর্ট আসে। রিপোর্টে তার করোনা ধরা পড়েছে।
জানা যায়, কুমিল্লা তিতাস উপজেলার বিরামকান্দির গ্রামের আক্রান্ত ব্যক্তি গত চারদিন আগে ঢাকায় আক্রান্ত হন। তার বয়স ৪৮। পরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করে।
এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রাশেদা আক্তার আক্রান্ত ব্যক্তির গ্রাম বিরামকান্দিকে লকডাউন ঘোষনা করে।
বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটা চাল কলে কাজ করতেন। করোনা উপসর্গ দেখা যাওয়ায় গত ৮ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়।
করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা কি কোথায় এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন নিয়াতুজ্জামান জানান, আপাতত বাড়ীতে চিকিৎসা চলবে। উপজেলা থেকে তার শারিরিক অবস্থার মনিটরিং করা হবে। তার পর অবস্থা বুঝে উপজেলার আইশোলেশন নতুবা জেলায় তাকে আনা হবে।
সূত্রঃ আমাদের সময়
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com