কুমিল্লা বুড়িচংয়ে দুই শিশু করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের এক ফুফু করোনায় আক্রান্ত। শনিবার দুপুরে বিষটি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু।
এদিকে দুই শিশুর করোনা পজেটিভ হওয়ায় পর থেকে বুড়িচং উপজেলা প্রশাসন ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামটিকে লগডাউন ঘোষনা করেছিলো।
জানা যায়, গত রবিবার রাত ১১টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ব্যবসায়ী গোলাম মোস্তফার মা সাহেদা খাতুনের (৬৫) মৃত্যু হয়। পরে সোমবার মোস্তফা পরিবার নিয়ে বুড়িচংয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। এ খবর পেয়ে প্রশাসন থেকে ওই পরিবারটিকে লগডাউন করা হয়। পরে স্বাস্থ্য বিভাগ থেকে ওই পরিবারের ছয় জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ৯ এপ্রিল রিপোর্টে ওই পরিবারের দুই শিশু করোনা পজেটিভ ধরা পরে। আর ১১ এপ্রিল নিহত সাহেদা খাতুনের মেয়ে বয়স ৫০ এর শরীরে করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তাদের এখন কি অবস্থা এমন প্রশ্নের জবাবে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন মিঠু অন নিউজ’কে জানান, ওই শিশুদের মতো আক্তান্ত মহিলার দেহে কোন উপসর্গ নেই। তবে তারা করোনা ভাইরাস বহন করছে। তাদেরকে বাড়ীতে আইসোলেশনে রাখা হয়েছে। বাড়িতেই তাদের চিকিৎসা চলছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com