কুমিল্লার চান্দিনায় বাজারে আগুন লেগে ২২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাস স্টেশন ফল মার্কেটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় ৩টি কনফেকশনারি দোকান, ১টি খাবার হোটেল, ১৮টি ফল দোকান আগুনে পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় চান্দিনা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শফিক উদ্দিন মুন্সী জানান, আগুন ছড়িয়ে পরার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারনা করছি, বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত।
চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম ও চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com