কুমিল্লার হোমনায় একদল অস্ত্রধারী প্রাণ, গোল্ডেন এবং শামা রেজার কোম্পানীর হোমনা, তিতাস ও বাঞ্ছারামপুর এলাকার এক ডিষ্ট্রিবিউটরের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে হোমনা-গৌরিপুর রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতে মামলা হলে শুক্রবার ৬ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতাররা হলেন, একই উপজেলার মো. বশির সরকার, নসিমন চালক সৌরভ কুমার দাস, মো. আলী আকবর, মো. নয়ন, মো. জীবন, মো. মুক্তার হোসেন।
থানা এবং অভিযোগ সূত্রে জানা যায়, মো. মহিউদ্দিন তার হোমনা উপজেলার কৃষি ব্যাংকের কাছের গোডাউন থেকে কোম্পানীর বিভিন্ন ফুড প্রোডাক্টস- চিপস, চানাচুর, জুস ইত্যাদি মালামাল একটি নসিমন গাড়িতে করে তিতাস থানাধীন বাতাকান্দি ও মাছিমপুর বাজারে নিয়ে যায়। বাতাকান্দি ও মাছিমপুর এলাকায় মালামাল বিক্রি করে নগদ এক লাখ সাত হাজার টাকা নিয়ে নছিমনযোগে হোমনার উদ্দেশ্যে রওয়ানা হয়।
হোমনা-গৌরিপুর রোডের হোমনা উপজেলার ওপারচর এবং বশিরুল্লাহ মাজার সংযোগ সড়কে পৌঁছামাত্র নছিমনের চালক গাড়ীর গতি কমিয়ে দেয়। তখন তিনজন অজ্ঞাতনামা লাঠি হাতে গাড়ি থামিয়ে জোরপূর্বক বশিরুল্লাহ মাজার রোডে নিয়ে যায়। সেখানে আরো ছয়জন ছিল। তারা আকাশের মাথায় লাঠি দিয়ে আঘাত করে তার কাছে থাকা এক লাখ সাত হাজার টাকা ভর্তি সাইড ব্যাগ ও আট হাজার টাকার স্মার্ট ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে হোমনা-মেঘনা সার্কেলের এএসপি মো. ফজলুল করিম বলেন, প্রথমে নসিমনের চালককে গ্রেফতার করি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জড়িত ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হই।
ওসি আবুল কায়েস আকন্দ বলেন, দুইটি মোবাইল সেট ও এগারো হাজার পাঁচ শ’ টাকা উদ্ধার হয়েছে। আসামিরা দোষ স্বীকার কারেছে। শুক্রবার তাদের কোর্টে চালান দেয়া হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com