কুমিল্লার মেঘনা উপজেলার করোনা আক্রান্ত এক ব্যক্তি (৬০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেন মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জালাল উদ্দীন।
সূত্র জানায়, রোববার সন্ধ্যায় লুটেরচর গ্রামের ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। রাতেই ওই রোগী মারা যান। পরবর্তীতে করোনা পরীক্ষা করে দেখা যায় তার করোনা পজেটিভ। তাকে ঢাকার একটি গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় জানান, ওই রোগীকে হোমনার হাসপাতালে নিয়ে এসে স্বজনরা বলেছিলেন, তিনি স্ট্রোক করেছেন। তাই তাকে ঢাকায় পাঠানো হয়। পরে স্বজনরা জানান, তার করোনা পজেটিভ। তবে রিপোর্ট আমাদের হাতে এখনো আসেনি। লুটেরচর গ্রামটি লকডাউন করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com