করোনা মোকাবিলায় এএফসি হেলথ ফরটিস হার্ট ইনস্টিটিউট কুমিল্লা আইসিইউ সেবা প্রদানে প্রস্তুত করা হয়েছে। ৯টি আইসিইউ বেডসহ একটি পুরো ফ্লোর ও একটি লিফটকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
সরকার নির্ধারিত আইসিইউ টিমকে সহায়তা করার জন্য এএফসি ফরটিসের টিমও প্রস্তুত করা হয়েছে। এছাড়া আইসিইউ টিমকে সহায়তা করার জন্য দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ টেলি-আইসিইউ সেবাদানকারী প্রতিষ্ঠান টেলি-হেলথ এশিয়াকে সহযোগিতা চুক্তির আওতায় প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে ভারতীয় এই প্রতিষ্ঠানটি ২৪/৭ কাজ করবে।
যার সহায়তায় টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে ডাক্তার এবং নার্সেরা করোনা রোগীদের নিরবচ্ছিন্ন এবং আরও উন্নত সেবা দিতে পারবে। ইতোমধ্যেই হাসপাতালের প্রবেশদ্বারে একটি অটোমেটিকে জীবাণুনাশক গেট স্থাপন করা হয়েছে। যেটিতে প্রবেশ ও বাহির হবার সময় স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় এমন ৭০ শতাংশ আইপিএ সল্যুশন স্প্রে করা হচ্ছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসক অফিস এবং পুলিশ সুপারের অফিসের সমন্বিত প্রতিনিধিদল আজ বুধবার হাসপাতালটির আইসিইউ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
সূত্রঃ বার্তা২৪
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com