কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি’র ত্রাণ সহায়তা পাচ্ছেন উপজেলার ২০ হাজার পরিবার। করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র, গরিব ও অসহায় মানুষের মাঝে বৃহস্পতিবার সকালে দেবীদ্বার উপজেলা পরিষদে এই ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করে।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, আমার নির্বাচনী এলাকায় অনেক গরিব-দুঃখী মানুষ রয়েছে যারা করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পয়েছেন। তাই আসন্ন রমজান মাসে যেন কোন গরিব ও কর্মহীন মানুষ না খেয়ে থাকতে হয় সেই জন্য উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও প্রশাসনের উদ্যোগে সকলের সহযোগিতায় ২০ হাজার পরিবারের বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে চাল,ডাল ও আলুসহ ইফতার সামগ্রী।
তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা আছে ঈদুল ফিতরের আগে এইসকল কর্মহীন ও গরিব পরিবারের মাঝে ঈদ সামগ্রীও বিতরণ করা হবে।
বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী এবং ওসি জহিরুল আনোয়ারসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com