কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্য ও শিক্ষকদের সমন্বয়ে কৃষকের বোরো ধান কেটে বাড়ি পৌছেঁ দিল ইউএনও তাপ্তি চাকমা । মহামারী করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটের কারনে কৃষকরা ধান কাটতে না পারায় শুক্রবার সকালে হোমনা পৌর এলাকায় কৃষক ফিরোজ মিয়ার দুই বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দেওয়া হয় ।
এ সময় ধান কাটায় অংশ নেন পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান ,পৌর কাউন্সিলর মো. আবদুল বাতেন, মো. লিটন মিয়া ,উপজেলা তাতীঁলীগ সাধারণ সম্পাদক মো. কবির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও স্কাউট সদসরা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী স্কাউট সদস্য ও শিক্ষকদের সমন্বয়ে পৌর এলাকায় ধান কেটে বাড়ি পৌঁছে দেই । কোন কৃষক শ্রমিক সংকটের কারনে বোর ধান কাটতে না পারলে আমাকে জানালে ধান কাটার ব্যবস্থা করে দিব ।
মাথাভাংগা হাইস্কুলের আরোও একটি স্কাউদ দল ধান কেটে বাড়ি পৌঁেছ দিয়েছে । তবে ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com