কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ কৃত চাল বৃহস্পতিবার দুপুরে দেবপুর ফাঁড়ি পুলিশের আয়োজনে অর্ধ শত ভাসমান দিন মজুর, অসহায শ্রমিকদের মাঝে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিতরণ করা হয়।
অর্ধ শত ভাসমান দিন মজুর গরীব অসহায় শ্রমিকদের জন প্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ কামাল।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুর রহমান, ইউপি সদস্য যথাক্রমে মোঃ আব্দুল জলিল বি, কম,মোঃ রাশেদ মিয়া, গোলাম জিলানী, সুলতান আহাম্মাদ, জামাল হোসেন খান, জাকির হোসেন বাবুল, আলী আশরাফ, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া প্রমুখ।
এদিকে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ কামাল জানান ইতি মধ্যে তিনি ব্যক্তিগত তহবিল থেকে এলাকার অসহায়, গরিব, দঃস্হ যারা করোনা সংক্রমণের ভাইরাস উপলক্ষে গৃহ বন্দী তাদের মাঝে ৪ টন চাল, ৪শত কেজি আলু, ১শত কেজি ডাল এবং নগদ লক্ষাধিক টাকা বিতরণ করেন। এ সমস্যা যত দিন থাকে তিনি তার তহবিল থেকে সাহায্য সহযোগিতা করবে বলে জানান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com