কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার করোনা পরীক্ষার মেশিন (পিসিআর মেশিন) উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক প্রশিক্ষনও সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় পিসিআর মেশিন উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
করোনা পরীক্ষার মেশিন উদ্বোধনের সময় এমপি বলেন, কুমেক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে করোনা পরীক্ষা ও চিকিৎসায় যারা দায়িত্ব পালন করবে তাদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করা হবে। কিছু দিনের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতালে রুপান্তর করা হবে ইনশাআল্লাহ।
জানা যায়, ১৭ এপ্রিল করোনা পরীক্ষার (পিসিআর ল্যাব) মেশিনটি কুমিল্লা মেডিকেল কলেজে আসে। কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয় এটি। রোববার বিস্তারিত প্রশিক্ষন দেয়া হয়েছে। উক্ত প্রশিক্ষন কর্মশালায় ১৮ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহন করেন। এদের মধ্যে ৭ জন টেকনোলজিস্ট ও ১১ জন ডাক্তার ছিলেন। মেশিনটি পরিচালনার জন্য স্বাস্থ্যকর্মীদের মেশিন অপারেট করাসহ যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কান্তি প্রিয় দাশ জানান, করোনা পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে ডেমো পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ হলে আমরা ২৯ এপ্রিল থেকে পরীক্ষা করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন ডিসি আবুল ফজল মীর ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, কুমিল্লা স্বাচিপের সভাপতি ডা. আব্দুল বাকি আনিস, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ডাক্তারসহ কর্মকর্তারা৷
সূত্রঃ ডেইলি বাংলাদেশ
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com