করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট থাকায় কৃষকরা পাকা রোরো ধান কাটতে পারছেন তখন কৃষকের পাশে দাড়াঁল ছাত্রলীগ পরিবার । কুমিল্লার হোমনায় বিনামূল্যে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁেছ দিলেন উপজেলা ছাত্রলীগ কর্মীরা । কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশনায় আজ সোমবার উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাঁশগাড়ী গ্রামে কৃষক মো.হানিফ মিয়ার ৪৫ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌছেঁ দেওয়া হয় ।
এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ আজিম ও শান্ত খন্দকার, পৌর ছাত্রলীগ সভাপতি মো. মেহেদী হাসান মিরাজ, সাধারণ সম্পাদক পারভেজ হোসেন পলাশ, হোমনা সরকারী ডিগ্রি কলেজ শাখার সভাপতি সামসুল আলম শুভ, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ শাখার সভাপতি রাসেল আহমেদ শুভ, সাধারণ সম্পাদক মো.হাসান সরকারসহ ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ ধান কাটায় অংশ নেন ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com