কুমিল্লার দেবিদ্বারে আরো ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্ত বেড়ে ৯ জন হলো। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর।
তিনি জানান, আইইডিসিআর থেকে ১০ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাঠানো হয়। সেখানে ছয়জনের পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
ডা. আহম্মেদ কবীর আরো জানান, আক্রান্তদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। বাকিদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এরইমধ্যে তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
দেবিদ্বারের ইউএনও রাকিব হাসান জানান, নতুন শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে দুইজনের বাড়ি আগেই লকডাউন করা হয়েছিলো। বাকিদের বাড়িও লকডাউন করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com