কুমিল্লার হোমনায় পথে ঘাটে মানবতার ফেরিওয়ালা হয়ে অসহায় পথচারীদের মাঝে পুষ্টিকর খাবার মাছ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা । উপজেলা প্রশাসন উদ্যোগে ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় বুধবার উপজেলার বিভিন্ন জায়গায় হতদরিদ্র পথচারী, রিক্সা, ভ্যানচালকদের মাঝে স্বস্থ্য সম্মত খাবার মাছ বিতরণ করা হয় ।
জানা গেছে, মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষগুলো টাকার অভাবে স্বাস্থ্য সম্মত খাবার কিনতে পারছে না । ভিটামিন যুক্ত খাবার না খেলে করোনা আক্রান্ত হওয়ার ঝুকিঁ সম্ভাবনা বেশি রয়েছে । তাই পথে ঘাটে ঘুরে ঘুরে স্বাস্থ্য সম্মত খাবার মাছ বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সারা দিন রোজা রাখার পর অসহায় ও দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দরকার । কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেই চাইলেও টাকার অভাবে কিনতে পারছে না । তাই রাস্তায় রাস্তায় ঘুরে কর্মহীন ও অসহায়দের মধ্যে স্বাস্থ্যসম্মত খাবার মাছ বিতরণ করি ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com