করোনাভাইরাসে কুমিল্লা জেলায় বৃহস্পতিবার আরো আটজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬ জনে। এ পর্যন্ত কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেবিদ্বার উপজেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ২৬ জন। কুমিল্লা জেলা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা: নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কুমিল্লা নগরীতে একজন, আদর্শ সদরে একজন, দেবিদ্বারে তিনজন, সদর দক্ষিণে একজন, মুরাদনগরে একজন ও মেঘনা উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে দুই হাজার ৮৫২ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে দুই হাজার ৫৫৭ জনের। মারা গেছেন চারজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com