কুমিল্লায় নতুন করে আরো ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩৪ জন। নতুন করে মৃত্যুবরণ করেছে ২ জন, মোট মৃত্যু ৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোঃ নিয়াতুজ্জামান।
নতুন আক্রান্তদের মধ্যে দেবিদ্বারের ৬ জন, বরুড়ার ৩ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ২ জন, আদর্শ সদর ১ জন।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবীদ্বারে ৩৮ জন, তিতাসে ১১ জন, লাকসামে ১৩ জন, দাউদকান্দিতে ৮ জন, চান্দিনায় ১১ জন, বুড়িচং এ ৮ জন, মুরাদনগরে ১২ জন বরুড়ায় ১০ জন, মনোহরগঞ্জে ৫ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, হোমনায় ২ জন, সদর দক্ষিনে ৩ জন, মেঘনায় ২ জন, চৌদ্দগ্রামে ১ জন ও সিটি কর্পোরেশনে ৬ জন, আদর্শ সদর ২ জনসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১৩৪ জন।
এদিকে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় আক্রান্ত নারীর অবস্থা আশংকাজনক। আক্রান্ত নারী কিছুদিন আগে ঢাকা মেয়ের বাসা থেকে কুমিল্লায় আসেন। আক্রান্ত নারীর বাড়ী লকডাউন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com