কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে গত বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে গুরুত্বর আহত করে।
এলাকাবাসী ও আহত ইউছুফের পিতা কনু মিয়া জানান ঘটনার দিন রাতে তুচ্ছ বিষয় নিয়ে এলাকাতে একটি শালিস বৈঠক হওয়ার কথা ছিল , বৈঠকটি পরবর্তীতে হওয়ার তারিখ নিধারন হলে পাশাপাশি বাড়ীর বাবুল মিয়ার ছেলে সোলেমান ও আমার ছেলে ইউছুফের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে এক পযার্য়ে বিরুদ্ধে লিপ্ত হয়। এসময় সোলেমান সহ তার ভাই এমরান, একই গ্রামের আবদুল আলীমের ছেলে রবিউল , শরীফ মিয়ার ছেলে নজরুল সহ আরো ৪/৫ জন লোক মিলে ইউছুফের উপর হামলা করে ইউছুফকে এলোপাতারী পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় ইউছুফের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী ইউছুফকে ঘটনার স্থান থেকে উদ্ধার করে ব্রাহ্মনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে বর্তমানে ইউছুফ উক্ত হাসপাতালে চিকিৎসাধীন।
এব্যাপারে হামলাকারী সোলেমান জানান ঘটনার দিন ইউছুফ আমার নামে মিথ্যা কথা বলে অপ্রচার চালায় আমার নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি সেই জন্য আমি ও আমার লোকজন ইউছুফকে মারধর করি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com