কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির পূর্ব বামপাড়া গ্রামে দুই জন করোনার আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা বিষয়ক কর্মকর্তা ডা: দেবদাস দেব বলেন - গত ৯ মে তারিখে বামপাড়া গ্রামের আব্দুল করিম (৮০) অসুস্থ হয়ে বাড়ীতে মারা যায়। এতে তার পরিবারের ৯ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের রিপোর্ট হাতে এসেছে। বাকীদের রিপোর্ট এখনো পায়নি।
করোনায় আক্রান্ত হচ্ছেন নিহতের স্ত্রী রাশিদা বেগম ( ৫৫) তার পুত্র বধু সুমি (২৬)। তাদরকে বাড়ীতে চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত তাদের শরীলে করোনার উপসর্গ দেয়া যায়নি। এ ছাড়াও স্বাস্থ্য বিভাগ থেকে তাদের বিষয়ে নজর রাখা হচ্ছে। যদি কারো অবস্থার অবনতি ঘটে তাহলে কুমিল্লায় পাঠানো হবে।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল বলেন- করোনায় প্রজেটিভ হওয়ায় পূর্ব বামপাড়া, বেল্টা, ঝাটিয়া পাড়াসহ তিন গ্রাম লকডাউন করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com