কুমিল্লার হোমনায় করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়রের দোকান খোলা রাখার অপরাধে ৫ ব্যবাসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমার আদালতে এই জরিমানা করা হয় ।
ভ্রাম্যমাণ আদালতে উপজেলার ঘারমোড়া বাজার ও দুলালপুর বাজারে অভিযান চালিয়ে সরকারী আদেশ অমান্য করে কাপড়ের দোকান খোলা রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রকাশ, করোনা ঝুকিঁ এড়াতে ফের গত সামবার বিকালে উপজেলার সকল শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার ব্যাপারে আদেশ জারি করেন প্রশাসন। শুধুমাত্র কাচাঁ বাজার, ওষুধ ,মুদি, শিশু খাদ্য, জরুরী সেবা, কৃষি পন্য এবং নিত্য প্রযাজনীয় দ্রব্যাদি ছাড়া উপজেলায় সব ধরনের শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যহত থাকবে ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com